![Odhikar](https://source.boomplaymusic.com/group10/M00/01/12/2bb3364043674fcaa3210c5031aaad6b_464_464.jpg)
Odhikar Lyrics
- Genre:Metal
- Year of Release:2023
Lyrics
অবাক হয়ে দেখি তোমার দিকে
করা নাড়ছো তুমি কার দরবারে
বিশ্বাস করো তুমি এই আমায়
কোনো লাভ নেই করা নেড়ে
চারিদিকে আজ হাহাকার
গণতন্ত্র মুছে গেছে আবার
বিপ্লব আর হবে না
না না না না না না না
কেউ শুনে নি
কেউ শুনবে না
তোমার এই মূল্য জনতা দিবে না
সবই ছিল মিথ্যে আর ছলনা
কেউ শুনে নি
কেউ শুনবে না
তোমার এই মূল্য জনতা দিবে না
না না না না সবেই ছলনা
কত ধানে কত চাল
কত চাল এ কত ধান
কি বুঝতে চাও বাছা
পেনশন আমার অধিকার
চারিদিকে আজ হাহাকার
গণতন্ত্র মুছে গেছে আবার
বিপ্লব আর হবে না
ধন্য ধান্যে পুষ্পে ভরা
এইটা নয় বসুন্ধরা
দৌড়া দৌড়া
জান নিয়ে দৌড়া
দৌড়া দৌড়া
জান নিয়ে দৌড়া
পালাবি কোথায়
কেউ শুনে নি
কেউ শুনবে না
তোমার এই মূল্য জনতা দিবে না
সবই ছিল মিথ্যে আর ছলনা
আমি লড়ে যাবো
আমি হার মানবনা
দেখি আমায় কে দিবে স্বাধীনতা?