O Pola Re Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2022
Lyrics
ও পোলা রে
ও পোলা রে
ও পোলা রে, বুঝি নাই আমি তোমার মন
এক মনেতে থাকে জানি তোমার কত জন
ও পোলা রে, বুঝি নাই আমি তোমার মন
এক মনেতে থাকে জানি তোমার কত জন
অভিনয়ের রাজা তুমি, এ মন বোঝো না
একটা মেয়ে দিয়ে তোমার দিনটা চলে না
ও পোলা রে
ও পোলা রে
ও পোলা রে, বুঝি নাই আমি তোমার মন
এক মনেতে থাকে জানি তোমার কত জন
মিষ্টি কথার বাহানাতে থাকে শুধু ডস
হাজার প্রেম করেও তুমি single থাকো রোজ
মিষ্টি কথার বাহানাতে থাকে শুধু ডস
হাজার প্রেম করেও তুমি single থাকো রোজ
সোনামণি ডেকে আবার জাদুমণি খোঁজো
সুন্দর মেয়ে দেখলে তুমি ভদ্র পোলা সাজো
ও পোলা রে
ও পোলা রে
ও পোলা রে, বুঝি নাই আমি তোমার মন
এক মনেতে থাকে জানি তোমার কত জন
ভালোবাসার নাম করে করো ভণ্ডামি
মনের থেকেও তোমার কাছে দেহ বেশি দামি
ভালোবাসার নাম করে করো ভণ্ডামি
মনের থেকেও তোমার কাছে দেহ বেশি দামি
বুকের ভেতর রাখসিলাম তোমায় আদরে
মেয়েদের ভেবো না তো এত সস্তা রে
ও পোলা রে
ও পোলা রে
ও পোলা রে, বুঝি নাই আমি তোমার মন
এক মনেতে থাকে জানি তোমার কত জন
ও পোলা রে, বুঝি নাই আমি তোমার মন
এক মনেতে থাকে জানি তোমার কত জন
অভিনয়ের রাজা তুমি, এ মন বোঝো না
একটা মেয়ে দিয়ে তোমার দিনটা চলে না
ও পোলা রে
ও পোলা রে
ও পোলা রে, বুঝি নাই আমি তোমার মন
এক মনেতে থাকে জানি তোমার কত জন