Sona Tumi Heliye Duliye | Biswanath & Rajnandini (AL Films) 2BU Lyrics
- Genre:Blues
- Year of Release:2022
Lyrics
সোনা তুমি হেলিয়ে দুলিয়ে যাও কেনো
তোমার কোমর টা
কেনো তুমি জাগিয়ে দিলে
আমার বেবী টা
সোনা তুমি হেলিয়ে দুলিয়ে যাও কেনো তোমার কোমর টা
কেনো তুমি জাগিয়ে দিলে আমার বেবী টা আ আ
বোঝো না শোনো না
কাছে তে আসো না
তোমার একটা চুমু
চাই আমারে
কেনো বোঝো না
তুমি সোনা আ আ আ
সোনা তুমি হেলিয়ে দুলিয়ে যাও কেনো
তোমার কোমর টা
কেনো তুমি জাগিয়ে দিলে
আমার বেবী টা
সোনা তুমি হেলিয়ে দুলিয়ে যাও কেনো
তোমার কোমর টা
কেনো তুমি জাগিয়ে দিলে
আমার বেবী টা আ আ আ
শীতের লেপে তোকে চাই
ও সোনা রে
গরমে শীতে তোকে চাই
ও সোনা রে
বর্ষার ছাতাই তোকে চাই
ও সোনা রে
বেবী ভোলাতে তোকে চাই
ও সোনা রে
মনের খাঁচায় তোকে চাই ও
ও সোনা রে
গল্পের পাতায় তোকে চাই
ও সোনা রে
ঠোঁটে চুমুতে তোকে চাই
ও সোনা রে
তোকে নিয়ে পালিয়ে যেতে চাই
ও সোনারে
নখরা তোর তোবা তোবা
তুই মোর রানী দিলরুবা
সোনা তুমি হেলিয়ে দুলিয়ে যাও কেনো
তোমার কোমর টা
কেনো তুমি জাগিয়ে দিলে
আমার বেবী টা
সোনা তুমি হেলিয়ে দুলিয়ে যাও কেনো
তোমার কোমর টা
কেনো তুমি জাগিয়ে দিলে
আমার বেবী টা আ আ আ
সকালের চা এ তোকে চাই
ও সোনা রে
দুপুরে লাঞ্চে তোকে চাই
ও সোনা রে
রাতে ডিনারে তোকে চাই
ও সোনা রে
বউ বানাতে তোকে চাই
ও সোনা রে
সকালের চা এ তোকে চাই
ও সোনা রে
দুপুরে লাঞ্চে তোকে চাই
ও সোনা রে
রাতে ডিনারে তোকে চাই
ও সোনা রে
বউ বানাতে তোকে চাই
ও সোনা রে
নখরা তোর তোবা তোবা
তুই মোর রানী দিলরুবা
সোনা তুমি হেলিয়ে দুলিয়ে যাও কেনো
তোমার কোমর টা
কেনো তুমি জাগিয়ে দিলে
আমার বেবী টা
সোনা তুমি হেলিয়ে দুলিয়ে যাও কেনো
তোমার কোমর টা
কেনো তুমি জাগিয়ে দিলে
আমার বেবী টা আ আ আ