Apon Apon Lage ft. Sohel Arman Lyrics
- Genre:World Music/Folklore
- Year of Release:2022
Lyrics
মনটা জুড়ায় তু্ই কাছে এলে
কে জানে কি হয় তুই দূরে গেলে
মনটা জুড়ে তু্ই কাছে এলে
কে জানে কি হয় তুই দূরে গেলে
একটাই নাম আছে
যেই নামে কাঁপন জাগে
রেখেছি তা হৃদয়েরই
পুরো ভাগে
কি করে বুঝাই যে তোকে
কতটা আপন আপন লাগে
কি করে বুঝাই যে তোকে
কতটা আপন আপন লাগে
তোর দু গালে যখনি
ছুঁয়ে দিয়েছি তখনি
ডুবেছি মায়ার চাদরে
পৃথিবীর সুখ যত
পেয়ে গেছি আমি সেতো
তোর আদরের বাহুডোরে
একটাই নাম আছে
যেই নামে কাঁপন জাগে
রেখেছি তা হৃদয়েরই
পুরো ভাগে
কি করে বুঝাই যে তোকে
কতটা আপন আপন লাগে
কি করে বুঝাই যে তোকে
কতটা আপন আপন লাগে
কতটুকু ভালোবাসা
হলে ভালোবাসা বলে
এই জানা নেই তো আমার
শুধু এতটুকু জানি
এই আমি তোকে মানি
আর কিছু নেই হারাবার
একটাই নাম আছে
যেই নামে কাঁপন জাগে
রেখেছি তা হৃদয়েরই
পুরো ভাগে
কি করে বুঝাই যে তোকে
কতটা আপন আপন লাগে
কি করে বুঝাই যে তোকে
কতটা আপন আপন লাগে