![Bheja Chock](https://source.boomplaymusic.com/group10/M00/09/13/d54ece6c8e3945f69b567a038c57eedd_464_464.jpg)
Bheja Chock Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2022
Lyrics
তুমি আছো চেয়ে থাকা
চলে গেলে একা একা
ভেজা অনুভবে চির বাস্তবে
নিজেকে করি হনন
ভেজা চোখ ভেজা মন
জেগে জেগে শিহরণ
অনুক্ষণ প্রতিক্ষণ
ভালো লাগা অনুরণন
চটুল চোখে পলক বিহীন
মহনীয় নিবিড় কথা
কতো অযুত বরষ
হাত বারীয়ে পাইনা খুজে
নমনীয় আঙ্গুলের শেই চেনা পরশ
জোনাকিদের দেখি বিচরন দ্রুতিময়
দিনের আগমন
আশা রী বাগানে হয় ব্যথারি প্লাবন
ভেজা চোখ ভেজা মন
জেগে জেগে শিহরণ
অনুক্ষণ প্রতিক্ষণ
ভালো লাগা অনুরণন