
Diner Aloy Surjo Hase ft. Saimum Shilpigosthi Lyrics
- Genre:Acoustic
- Year of Release:2025
Lyrics
দিনের আলোয় সূর্য হাসে
বেলায় এসে যায় বেলা
চাঁদের আলোয় জোছনা হাসে
জোয়ার ভাটা নদীর খেলা
আকাশের তারকারা ঝিকিমিকি করে
তারই মাঝে সৃষ্টিওয়ালার অপার রহম ঝরে ॥
হাওয়ায় হাওয়ায় দোল খেয়ে যায়
সবুজ সবুজ বন
শাখায় শাখায় পাতায় পাতায়
প্রেমেরই বন্ধন
সুরের ঐ পরশে কার নাম শোনা যায়
সৃষ্টি যার তরে অপার রহম গড়ে ॥
ভালোবাসায় কাঁদায় হাসায়
নিবিড় মায়ার চর
বসত গড়ায় ফসল ঝরায়
কে সে কারিগর
মনের ঐ হরষে মুখে নাম এসে যায়
আল্লাহু স্বরে অপার রহম ঝরে ॥