
Shanti Dili Na Maiya Lyrics
- Genre:Indian Music
- Year of Release:2024
Lyrics
শান্তি দিলি না রে মায়া শান্তি দিলি না২
ভালোবাইসা কষ্ট দিলি বউ তো হইলি না২২
কতো কথা কইটি মরে ,ওরে আমার বুকে মাথা রেখে
কতো কইটি মরে ,ওরে আমার বুকে মাতা রেখে
কথা দিয়া ওরে মায়া কথা রাখলি না,রে তুই
কথা দিয়া ওরে মায়া কথা রাখলি না,
ভালোবাইসা কষ্ট দিলি বউ তো হইলি না২
ওরে টাকা ওলা পোলা পাইয়া
ওরে গেলী রে তুই আমায় বুইলা 2
ওরে তুই তো একটা লবি(নষ্ট) মাইয়া জানা সিলো না
ওরে তুই তো একটা লবি(নষ্ট) মাইয়া জানা সিলো না
ভালোবাইসা কষ্ট দিলি বউ তো হইলি না২
শান্তি দিলি না রে মায়া শান্তি দিলি না২
ভালোবাইসা কষ্ট দিলি বউ তো হইলি না২২
দুনিয়া টা প্রেমের বাজার আরে প্রেমের হাতে টাকার করবার
দুনিয়া টা প্রেমের বাজার আরে প্রেমের হাতে টাকার করবার
আরে টাকা হইলে সবি পাবি মোন তো পাবিনা
আরে টাকা হইলে সবি পাবি মোন তো পাবিনা
ভালোবাইসা কষ্ট দিলি বউ তো হইলি না