Kothin Oporadh Lyrics
- Genre:Folk
- Year of Release:2024
Lyrics
কঠিন অপরাধ
কথা : তামভীর আহমেদ
প্রেম করাতো যানতাম নারে কঠিন অপরাধ
জানলে মনে জাগত নারে এই প্রেমেরি সাদ,
মানতে কষ্ট হয় আমার মানতে কষ্ট হয়
আমার মনের রানী আজ অন্য রাজ্জে রয়।।
ছেলে মানুষের কান্না , ওরে দেখে না তো কেউ
বুকের ভিতর জমা রাখছি বেদনারি ঢেউ,
কইরা গেছে পর সেজে কঠিন স্বার্থপর
আমার মনে প্রেমের আগুন সে তো সুখে রয়।।
চোখের নুনা জ্বল ওরে যদি কথা কইতো
ব্যাথারি নদীতে আমার নামটা শুনা যাইত,
তুই ভাঙ্গলি আমার মন খুজলে অন্য জন
প্রেম করাতো ছিলো রে তোর শুধু অভিনয়।।