Aloron Lyrics
- Genre:Pop
- Year of Release:2021
Lyrics
অন্ধকার ঘরে, একা সময়ে
আমি শুনি যখন
নি:শব্দের আলোড়ন
আমার ভেতরে এক প্রাণের স্পন্দন
পাশেই শোনা যায়
একটা নদী বয়ে যায়
আহা
আহা
সেই নদীর স্রোতে
ভাবনা ভেসে যায়
এক অদ্ভূত স্থিরতায়
চারিপাশ ভরে যায়
সে সময়হীনতায়
“আমি” কোথায় হারায়
ফিরে পাই যেন আবার সব
জীবনের কলরব
আহা
আহা