
Kothay Tumar Barire Mon Lyrics
- Genre:Islamic Music
- Year of Release:2022
Lyrics
কোথায় তোমার বাড়ি রে মন
কোথায় তোমার ঘর
কোথায় যাইবা সবই ছাইড়া
কইরা তুমি পর
থাকতে ময়না পিঞ্জিরাতে
করো তার সাধন
উইড়া গেলে পাইবা না আর
সাধের এই জীবন
কষ্টে গড়া তোমারি ধন
থাকবে রে পড়িয়া
খালি হাতে সাদা কাফন
দিবেরে পড়াইয়া
এক দুই দিন কাইন্দা সবাই
মুছবেরে নয়ন
কেউ নিবেনা পাপের বোঝা
হোক যতই আপন,
অন্তরেতে জাগাওরে মন
মরনের কাঁপন
দমে দমে পড়ো মাওলার
তাসবি গুন গান