নির্বাচন ২ ft. Imtiaz Akib & Mc Ontor Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2024
Lyrics
কে নিল ক্ষমতা কেন্দ্র নাই জনতা
ভিতরে ছিল চলতাছে নেতার নাইরে সততা
জনতার হাজার কথা মনে তাদের কত ব্যথা
আমিও প্রকাশ করলাম Beat এর তালে আমার কথা
কোন মার্কা লুইটা নিল আমার ভোটা'টা কই গেলরে
দাদা মরছে অনেক আগে ভোট'টা দিল কোন দাদায়রে
এই দেশটা ডুইবা গেছে দূর্নীতি ভরা সমুদ্রে ভাই
ভোট দিয়া কি লাভ মিয়া দূর্নীতির তো দমন নাই
চাই ফেয়ার ইলেকশন নেতায় চায় সিলেকশন
এই নিয়া কত পক্ষেই হয়রে আবার সংঘর্ষণ
এতোই যদি সমস্যা হয় Gonotontro বাদ দাও মিয়া
এতোই যদি সমস্যা হয় গনতন্ত্র বাদ দেও মিয়া
রাজতন্ত্র চালু কইরা মুড়ি খাও যাও ঘরে বইয়া
নিউজ দেখো খাটে শুইয়া গরিব কাঁদে রাস্তায় ঘুইরা
আমগো কষ্ট বুঝবা না ভাই তোমরা ঘুরো গাড়ি চইরা
উচিতের ভাত নাই ভাই'রা, ভয় দেখায় দিমু ভইরা
মনের দুঃখ কমু করে কইতে গেলেই যামু মইরা
এইটা ইলেকশন নাকি সিলেকশন
আরে মনে হয় তো Fiction কাকা
নেতায় মারে ভাসন তার লাগবে অমুক আসন
সে পাইয়া গেলে আসন করবে আসন টাকে শোষণ
আশেপাশে চলতাছে ভাই কত মার্কার কত স্লোগান
টাকা পয়সার লোভ দেখাইয়া নেতারা খায় গরিবের জান
এইটা কি দেশের নীতি নাকি করো দেশের ক্ষতি
তোমরা তো বাঙ্গালী না রাজাকারদের নাতিপুতি
দেশের মানুষ না খাইয়া মরে দ্রব্যমূল্যের উর্দু গতি
তুমি নেতা বড়লোক তাই তোমার হয়না কোনো ক্ষতি
কারা করে বাহাদুরি হাতে নিয়া বন্দুক-ছুরি
এইটা তো ইলেকশন না সিলেকশনের আহাজারি
আমর ভাই তোমার ভাই অমুক ভাইরে ক্ষমতায় চাই
নির্বাচন শেষ হইলে কোনো ভাইয়ের দেখা নাই
তাই বলি আমজনতা সবাই শোনেন একটা কথা
নেতার স্বার্থ ফুরায় গেলে নেতার হয় না মাথা ব্যথা
কত নেতা আইলো গেলো গরিবের হক লুইটা খাইলো
ভালো নেতা ছিল যারা ষড়যন্ত্রের শিকার হইলো
শেনেন কথা মনটা দিয়া
টাকা খাইয়া ভোট না দিয়া, যোগ্য নেতা খোঁজেন মিয়া
যেমনে আপনি দশটা চাইয়া একটা মাইয়া করেন বিয়া
এমন নির্বাচন নাই প্রয়োজন দরকার সংবিধানে সংশোধন
এমন উন্নয়নে লাভটা কি? সব জিনিসপাতির দাম বেসি
দেখো শিক্ষা নাই বই এর ভিতর! জ্ঞান শূন্য মানব জাতি
জলদি গদি থেইকা না ভগাইলে ধ্বংস করবে সবই
দেশটার পরিস্থিতি দেখলে মাথা নষ্ট হইয়া যায়
ভাই সত্যি কথা বলার মত সাহস কারো নাই
আমি রাজনীতি করি না! চাইনা খালেদা-হাসিনা
আমার দাবি সুধু একটাই সোনার বাংলায় শান্তি চাই
চাই ক্ষমতার হাতবদল, চাই জানের নিরাপত্তা
চাই নাগরিক সুবিধা, কথা বলার স্বাধীনতা
চাই যোগ্য একটা নেতা বুঝবে জনগণের কষ্ট
যার থাকবে লোভ যার থাখবে নাতো স্বার্থ
সামনে ইলেকশন দেশে চলতেছে আয়োজন
নাই প্রয়োজন
করে উন্নতির নামে দূর্নীতি
তাইলে ভোট টা দিয়া লাভ টা কি
নাই অধিকার স্বাধীন জাতি
দুই চোখ দিয়া ঠিকই দেখতাছি
এইটা ইলেকশন নাকি সিলেকশন
আরে মনে হয় তো Fiction কাকা
নেতায় মারে ভাসন তার লাগবে অমুক আসন
সে পাইয়া গেলে আসন করবে আসন টাকে শোষণ
এইটা ইলেকশন নাকি সিলেকশন
আরে মনে হয় তো Fiction কাকা
নেতায় মারে ভাসন তার লাগবে অমুক আসন
সে পাইয়া গেলে আসন করবে আসন টাকে শোষণ