সেলফি Lyrics
- Genre:Hip Hop & Rap
- Year of Release:2024
Lyrics
জীবনটা একটা ছবি
ছদ্দবেশে ঘুড়ি
ফোনেরই মাঝেই জীবন
ফোনেরই মাঝেই ঘুড়ি
সারাদিন শুয়ে থাকি
শুয়ে শুয়ে মহাবিশ্ব দেখি
যদি যেতে চাই, পোস্ট করি ছবি
অনলাইনে মিটিং করি
জানিনা আসে পাশে কি হয়
ইউটিউবে খবর দেখি
নরচরা করিনা, বউ কেউ ডাকিনা
সারাদিন হট মুভি দেখি
Now সেলফি ক্যামেরায় ঘুরি
সেলফি, গাড়িতে চড়ি
সেলফি, বাথরুমে বসে
খবরের কাগজ পড়ি
সেলফি, বউ এর সাথে
আকাশেতে তারা গুণি
সেলফি, হায়রে শালা
বিচানাতেই মুতে দিসি
নাই মোর কোনো প্রাইভেট লাইফ মোর
থাকে চারপাশে সেলফি ক্যামেরা
এইগুলা কি থার্ড আই দাজ্জাল এর
ইলুমিনাটি রা নিয়ে ঘুরে সেতারা
ইউটিউবে নাচে সেক্সি মেয়েরা
pornhub তো পুরানা
এই যুগে নাকি আছে এক ক্যামেরা
এক টিপ দিলেই পুরা নেংটা
ক্যামেরা ঘুরে আকাশে ভাই রে
ক্যামেরা ঝুলে বাতাসে
তারা বসে বসে তোকে দেখে শাওয়ারে
তোর ক্যামেরার ফাঁক দিয়ে
বাস্তবতায় ফিরে আয় ভাইজান
সময় আর বেশি নাই রে
টীপাটিপি সব বাদ দিয়া আয়রে
এইসব বুগিচুগির বাইরে
জানিনা আসে পাশে কি হয়
ইউটিউবে খবর দেখি
নরচরা করিনা, বউ কেউ ডাকিনা
সারাদিন হট মুভি দেখি
now সেলফি ক্যামেরায় ঘুরি
সেলফি, গাড়িতে চড়ি
সেলফি, বাথরুমে বসে
খবরের কাগজ পড়ি
সেলফি, বউ এর সাথে
আকাশেতে তারা গুণি
সেলফি, হায়রে শালা
বিচানাতেই মুতে দিসি