![Kanamachi](https://source.boomplaymusic.com/group10/M00/10/03/8c6742e47c674e4398d41babd149d3a1_464_464.jpg)
Kanamachi Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
তোর সকাল বেলার তুই
আমার দুপুর বেলার আমি
তোর বিকেল বেলার তুই
আমার রাত্রিকালের আমি।
না দুজন দুজনাকে ছুঁইয়াছি
খেলতাছি খেলতাছি তবু কানামাছি।
তোর চোখের মাঝে দেখলাম বালুচর
তাকাবি না তাকাবি না উদাসী নজর
না দুজন দুজনাকে ছুঁইয়াছি
খেলতাছি খেলতাছি তবু কানামাছি।
তোরে পাবার আগে আমি পাইলাম কাশবন
ছিঁড়বি না ছিঁড়বি না হাসি ফুলেরই মতন
না দুজন দুজনাকে ছুঁইয়াছি
খেলতাছি খেলতাছি তবু কানামাছি।