![Ami Jeno Aj Onyo Kothao](https://source.boomplaymusic.com/group10/M00/09/22/7459f600cd23426d8d053b824fbf124f_464_464.jpg)
Ami Jeno Aj Onyo Kothao Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
আমি যেন আজ অন্য কোথাও
অন্য কোনোখানে
আমি যেন আজ স্বপ্ন ওড়াই
একাকী আপন মনে ।
আমি যেন এক কাব্য লিখি
মনের গহীন কোণে
ছুটে চলি দূর থেকে দূর
প্রিয় কারো টানে।
আমি যেন আমার মাঝে নেই
অচিন কারো টানে
খুঁজে যাই কাকে যেন
মনের প্রিয় গানে।
আমি যেন এক কাব্য লিখি
মনের গহীন কোণে
ছুটে চলি দূর থেকে দূর
প্রিয় কারো টানে।
আমি যেন আজ মেঘের ডানায়
ইচ্ছেমতো উড়ি
মনের ভেতর নীল আকাশে
ওড়াই প্রাণের ঘুড়ি।
আমি যেন এক কাব্য লিখি
মনের গহীন কোণে
ছুটে চলি দূর থেকে দূর
প্রিয় কারো টানে।