Krishnochura haate Lyrics
- Genre:Pop
- Year of Release:2023
Lyrics
যদি নীল আকাশের নিচে দাঁড়িয়ে
জানতে চাই তোমাকে আবার
তুমি কি হবে আমার, আরেকটুক্ষণ
থেকে যাও না সাথে
ভুল করে ভুল বলি আমি
তোমাকেই চাই শুধু জানি
এই অবেলায়
আমি তো দাঁড়িয়ে ,কৃষ্ণচূড়া হাতে
তাকিয়ে রই , তোমার চোখে
আমি তো দাঁড়িয়ে ,কৃষ্ণচূড়া হাতে
তাকিয়ে রই , তোমার চোখে
আমি তো দাঁড়িয়ে ,কৃষ্ণচূড়া হাতে
তাকিয়ে রই , তোমার চোখে
আমি তো দাঁড়িয়ে ,কৃষ্ণচূড়া হাতে
তাকিয়ে রই , তোমার চোখে