![Tui Ki Bujhish?](https://source.boomplaymusic.com/group10/M00/02/28/ede648d9318c47cfb7a7d6f37634b374_464_464.jpg)
Tui Ki Bujhish? Lyrics
- Genre:Rock
- Year of Release:2023
Lyrics
ঐ যে আকাশ মিশে যায় দিগন্তে
ঐ সাদা মেঘ ভেসে যায় কার পানে
সন্ধ্যা ঘনায় বুকভরা শুন্যতায়,
দূর আকাশের পাখিরা
ফিরে যায় কার টানে,
তুই কি জানিস কার টানে?
মায়ার টানে..
তোকে আঁকড়ে ধরেছি জীবনের পথে,
খুঁজতে চাই না মানে..
মায়ার টানে, মায়ার টানে
নিঝুম রাতের আকাশটাকে
খুব চেনা চেনা লাগে যখন,
যুক্তি গুলোকে মুক্তি দিয়ে
জীবনকে ভালো বাসি তখন (হুম ওম হুম) ২
তুই জীবনের বাঁকে কুড়িয়ে পাওয়া অতিসাধারণ..
তুই বুকের গভীরে দ্বীপ জ্বালা
তারার মতন
তুই কি বুঝিস কার টানে?
মায়ার টানে
তোকে আগলে রেখেছি মমতায় বেঁধে
খুজতে চাইনা মানে
মায়ার টানে,মায়ার টানে